2020’এ ভারতে নোকিয়া মোবাইলের দামের লিস্ট/তালিকা ও ফোনগুলির ছবি:
Latest nokia Mobile Models | Price |
---|---|
Nokia G21 | ₹12999 |
Nokia 2720 Flip | ₹10999 |
Nokia C01 Plus | ₹6251 |
Nokia 105 Plus | ₹1548 |
Nokia 215 2020 | ₹3099 |
Nokia G21 128GB | ₹14999 |
নকিয়া 216 ডুয়েল সিম | ₹2450 |
Nokia XR20 | ₹46254 |
Nokia 105 2022 | ₹1453 |
Nokia 2720 Fold | ₹3999 |
এখনকার দিনে, নোকিয়া আপনাকে সত্যিই বিভিন্ন ধরণের ফোন কেনার স্বাধীনতা দেয়, কারণ নোকিয়া ফিচার ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড এবং উইনডোস ফোনও বিক্রি করে, যেগুলির অপারেটিং সিস্টেম, স্পেসিফিকেশন আর দাম পুরোপুরি আলাদা। বহুকাল ধরে নোকিয়া তাদের ফিচার ফোনগুলির জন্য বিখ্যাত ছিল, যেগুলি খুবই টেকসই হত আর ব্যাটারিও অনেকক্ষণ চলত। এই ফিচার ফোনগুলি 2G GSM নেটওয়ার্ক সাপোর্ট করে। নোকিয়ার উইনডোস ফোনগুলি 2G, 3G আর 4G নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করে, তবে কিছু কিছু উইনডোস ফোন VoLTE ফিচারটি সাপোর্ট করে না। নোকিয়ার ফোনের জগতে সবার শেষে পা রেখেছে অ্যান্ড্রয়েড মোবাইলগুলি, যাতে আপনি পাবেন 4G VoLTE, NFC’এর মত অত্যাধুনিক সমস্ত ফিচার। এছাড়াও ফোনগুলি 3G, 2G, ব্লুটুথ এবং ওয়াইফাইও সাপোর্ট করে। আপনি নোকিয়ার ফোনগুলির মধ্যে ডুয়াল সিমের ফোনও পেয়ে যাবেন।
ফিচার ফোনের ক্ষেত্রে, RAM সবথেকে কম গুরুত্বপূর্ণ, কারণ এই ফোনগুলিতে না কোনো অ্যাপ চালানো যায়, না একসাথে অনেককিছু করা যায়। নোকিয়া স্মার্টফোনের উইনডোস অপারেটিং সিস্টেমটি খুবই লাইট এবং খুব ভালোভাবে অপটিমাইসড, তাই RAM’এর জন্য বিশেষ কিছু এদিনওদিক হয় না, অনেকটা অ্যাপলের ফোনের মত। আপনি উইনডোস ফোনে ল্যাগ নিয়ে কোনো সমস্যায় পড়বেন বললেই চলে। নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে, নোকিয়া 3 আসে 2 GB RAM’এর সাথে, নোকিয়া 5 আর 6 আপনি পাবেন 3 GB RAM’এর সাথে, আর নোকিয়া 6, 7 আর 8 পাবেন 4 GB RAM’এর সাথে। তাই আপনি যে নোকিয়া ফোনই কিনুন না কেন, আপনাকে ল্যাগ নিয়ে চিন্তা করতে হবে না।
প্রসেসরকে একটি স্মার্টফোনের মস্তিষ্ক বলে মনে করা যেতে পারে, তাই আপনার ফোন ব্যবহারের সাথে তাল মেলাতে পারে এরকম প্রসেসিং ক্যাপাসিটি সহ একটি প্রসেসর থাকা অত্যন্ত জরুরী। একটি ফিচার ফোনের ক্ষেত্রে, প্রসেসর খুবই কম গুরুত্ব রাখে কারণ বিশেষ কিছু প্রসেস করার থাকে না। আর আগে যেরকম বলা হয়েছে, উইনডোস অপারেটিং সিস্টেমটি অনেক লাইট এবং ভালোভাবে অপটিমাইসড, তাই অ্যাপগুলি তুলনামূলকভাবে খুবই তাড়াতাড়ি প্রসেসড হয়ে যায়। তা সত্ত্বেও নোকিয়া তাদের উইনডোস ফোনগুলিতে বেশ ভালো একটি প্রসেসর ব্যবহার করে, যাতে প্রসেসগুলি খুবই তাড়াতাড়ি আর মসৃণভাবে হয়। নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোনগুলিতে চারটি কোরের প্রসেসর (নোকিয়া 3) থেকে শুরু আটটি কোরের প্রসেসর (নোকিয়া 5,6,7 আর 8) পর্যন্ত পাওয়া যায়। তাহলে এই আধুনিক নোকিয়া ফোনগুলির সাথে দ্রুতগতির দুনিয়ায় প্রবেশ করুন আর আপনার জীবনকে আরো উত্তেজনাময় বানিয়ে তুলুন।
নোকিয়া মোবাইল তাদের মোবাইল ফোনগুলিতে ব্যবহার করা অসাধারণ ডিসপ্লেগুলির জন্য প্রশংসা পাওয়ার যোগ্য। নোকিয়া তাদের স্মার্টফোনগুলিতে ব্যবহার করে HD IPS LCD থেকে শুরু করে Full HD IPS LCD ডিসপ্লে যা প্রচুর রঙ ডিসপ্লে করতে পারে, আর এগুলির উপরে কর্নিং গ্লাসের একটা প্রোটেকটিভ লেয়ারও থাকে। নোকিয়ার হাই-এন্ড উইনডোস মোবাইলগুলিতে থাকে AMOLED ডিসপ্লে, যেগুলি তাদের অসাধারণ রেসোলিউশন আর ব্যাটারি বাঁচানোর জন্য পরিচিত।
নোকিয়ার ফোনগুলি তাদের ব্যাটারি লাইফের জন্য সবথেকে বেশি বিখ্যাত ছিল। আর স্মার্টফোনের জগতে এসেও নোকিয়া তাদের সেই জায়গাটা হারাতে দেয়নি। আর নোকিয়া ফোনে বিশাল বিশাল ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করে এরকম অসাধারণ ব্যাটারি লাইফ দেয়না; বরং পিছনের জাঙ্ক প্রসেসের বোঝা কমিয়ে, অপারেটিং সিস্টেম আর ডিসপ্লেটিকে অপ্টিমাইজ করে নোকিয়ার মোবাইল এরকম ব্যাটারি লাইফ দিয়ে থাকে। একটি নোকিয়া মোবাইল কিনলে আপনাকে বার বার ফোন রিচার্জ করার ঝামেলা সহ্য করতে হবে না।
নোকিয়া বরাবরই ইউসারদের তাদের ক্যামেরার বিশেষ লেন্সের কথা বলে প্রলুব্ধ করে এসেছে – কার্ল যাইসের বানানো লেন্স যা নোকিয়া তাদের হাই-এন্ড উইনডোস আর সিম্বিয়ান ফোনগুলিতে ব্যবহার করা শুরু করে। নোকিয়া এখন এই প্রযুক্তিটি তাদের অ্যান্ড্রয়েড ফোনগুলিতেও ব্যবহার করছে। নোকিয়া 8 ও তার উপরের সারির সব ফোনেই কার্ল যাইসের বানানো লেন্স আছে যা অসাধারণ ছবি তুলতে সাহায্য করে। আর ফিচার ফোনগুলির ক্ষেত্রে, সেগুলির দামের হিসেবে নোকিয়া বেশ ভালো একটি পিক্সেল ক্যামেরা ব্যবহার করে।
HMD গ্লোবাল নোকিয়া ব্র্যান্ডটি কিনে নেওয়ার পরে, নোকিয়া আন্তর্জাতিক বাজারে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি বের করেছে। জানুয়ারি মাসে, HMD গ্লোবাল চীনের বাজারে নোকিয়া 6 বিক্রি শুরু করার কথা ঘোষণা করে, আর তারপর ফেব্রয়ারি মাসে আয়োজিত MWC 2017’তে, HMD নোকিয়া 6 ফোনটি আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরুর কথা ঘোষণা করে। নোকিয়া অ্যান্ড্রয়েডের জগতে পা রেখেছে নোকিয়া 6’এর সাথে, আর নোকিয়া 3, 5, 7 আর 8’ও খুব তাড়াতাড়িই বাজারে আসতে চলেছে।
নোকিয়া 2017 সালের ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) অনুষ্ঠানে তাদের নোকিয়া 3, নোকিয়া 5 ও নোকিয়া 6’এর কথা ঘোষণা করে। বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে রিপোর্ট করা হিয়েছে যে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোনগুলি, অর্থাৎ নোকিয়া 3, 5 ও 6, জুন মাস থেকে আন্তর্জাতিক বাজারে কিনতে পাওয়া যাবে, আর সম্ভবত জুন মাসে থেকেই ভারতের বাজারেও এই ফোনগুলি পাওয়া যাবে।
MWC 2017’তে, নোকিয়া তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির সাথে সাথে একটি ক্লাসিক ফিচার ফোন নোকিয়া 3310’ও ঘোষণা করেছে, আর আশা করা হচ্ছে এটিও 2017’এর জুন মাস থেকেই পাওয়া যাবে। এই ফোনটি ছাড়া, এই প্রাইস রেঞ্জের মধ্যে নোকিয়া 105, নোকিয়া 108, নোকিয়া 130, নোকিয়া 215, নোকিয়া 220, আর নোকিয়া 225 ফোনগুলিও পাওয়া যায়, যেগুলির ভীষণ টেকসই আর ব্যাটারি লাইফও দূর্দান্ত।
নোকিয়া বহু বছর ধরে খুবই টেকসই ফোন বানানোর জন্য বিখ্যাত, আর লোকেরা এইজন্য নোকিয়ার প্রশংসাও করে থাকে। আপনি যদি না জানেন, স্যোশাল মিডিয়ার এরকম একাধিক রিপোর্ট বেরিয়েছে যে কিভাবে আফগানিস্তানে নোকিয়া ফোনগুলি বন্দুকের গুলির থেকে একটি লোকের জীবন বাঁচিয়েছে, আর টেকসই হওয়ার পরীক্ষায় নোকিয়া ফোনগুলি অন্য অনেক প্রতিযোগীকেই হারিয়ে দিয়েছে।
নিচের নোকিয়া/মাইক্রোসফট লুমিয়া ফোনগুলি VoLTE সাপোর্ট করে থাকে; Lumia 550 Lumia 950 Lumia 950 ডুয়াল সিম Lumia 950 XL Lumia 950 XL ডুয়াল সিম ফোন কেনার আগে ফোনটির স্পেসিফিকেশন দেখে সেটি কম্প্যাটিবল কিনা দেখে নিতে ভুলবেন না।
নোকিয়া একটি ফিচার ফোন লঞ্চ করেছে, নোকিয়া 216 Dual, যাতে সামনের ক্যামেরা আছে, আর সাথে ফোনটির পিছনে এবং সামনেও ফ্ল্যাশ আছে। এই ফোনটির সামনে আর পিছনে দুদিকেই একটি VGA ক্যামেরা আছে। আপনি এই ফোনটির সাহায্যে বেশ ভালোই ছবি তুলতে পারবেন।
নোকিয়ার ফিচার ফোনগুলি সেইসব লোকেদের কথা মাথায় রেখে বানানো যাদের বাজেট খুবই কম। যেসমস্ত ক্রেতাদের হাতে ফোন কেনার জন্য মাত্র 2000 টাকা আছে, নোকিয়া 105, নোকিয়া 108, নোকিয়া 130, নোকিয়া 215 এবং নোকিয়া 109 তাদের জন্য খুবই ভালো কয়েকটি অপশন।
নোকিয়ার সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে কার্ল যাইসের লেন্স থাকে না, রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে নোকিয়া 8 এবং তার উপরের স্মার্টফোনগুলির ক্যামেরাতে কার্ল যাইসের বানানো লেন্স ব্যবহার করা হবে।
হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে যে তারা 2017 থেকে নোকিয়ার S40 ফোনগুলিকে আর সাপোর্ট করবে না। তবে নোকিয়ার সমস্ত Asha সিরিজের ফোনগুলি, X2-01, C3-00, X3-02, X2-00 এখনও হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে।
নোকিয়া ফিচার ফোনগুলি আঞ্চলিক ভারতীয় ভাষাকে সাপোর্ট করে। আপনি চাইলে ফোনটির ভাষাকে আপনার মাতৃভাষাতে বদলে দিতে পারেন, আর আপনার পছন্দসই ভাষায় ফোনটির মেনু দেখতে পারেন।