2020’এ ওপ্পো মোবাইলের দামের লিস্ট/তালিকা: (39’টি মডেল ও তাদের ছবির সাথে)
Latest oppo Mobile Models | Price |
---|---|
OPPO Reno 3 Pro | ₹23990 |
OPPO A53 2020 | ₹12989 |
OPPO F17 Pro | ₹20000 |
OPPO A15s | ₹11489 |
OPPO A15 | ₹9990 |
OPPO A52 | ₹13990 |
OPPO F17 | ₹16990 |
OPPO Reno 4 Pro | ₹34990 |
OPPO F15 | ₹18980 |
OPPO A5 2020 | ₹9990 |
স্মার্টফোনের ব্যাটারির ক্যাপাসিটি মাপার একক হল মিলিঅ্যাম্পআওয়ার (mAH)। কোনো ফোন যত বেশি mAH’এর হবে, ফোনটি একবার চার্জ করলে তত বেশিক্ষণ ধরে চলবে। ওপ্পো স্মার্টফোনগুলি পাওয়া যায় বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারির সাথে, যাতে সমস্ত ধরণের স্মার্টফোন ইউজারদের খুশি করা যায়। প্রত্যেকটি ওপ্পো স্মার্টফোন যেগুলির দাম আপনি এই তালিকায় দেখতে পাবেন সেগুলির আলাদা আলাদা ক্যাপাসিটির ব্যাটারি আছে। আপনি এই ব্যাটারি ক্যাপাসিটির উপর নির্ভর করে এমন একটি স্মার্টফোন কিনতে পারবেন যা আপনার রোজকার ফোন ব্যবহারের জন্য উপযুক্ত। সাধারণত, বিভিন্ন ধরণের জিনিস, যেমন ধরুণ, ডিসপ্লের ব্রাইটনেসের উপর ব্যাটারি কতক্ষণ চলেবে সেটা নির্ভর করে। আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যেটি অনেকক্ষণ ধরে চলবে, বার বার চার্জ দিতে হবে না, তাহলে আপনি একদমই ঠিক জায়গায় এসেছেন কারণ এখানে যে ওপ্পো স্মার্টফোনগুলি দেখানো হয়েছে প্রতিটিরই ব্যাটারির পারফরমেন্স দূর্দান্ত। এছাড়া আপনি আপনার ফোন কিভাবে বা কতটা ব্যবহার করেন সেটির কথাও মাথায় রাখবেন, কারণ সেটির উপরেও নির্ভর করে যে আপনার ব্যাটারি কতক্ষণ চলবে। আপনি যদি এমন একটি মোবাইল ফোন খোঁজেন যেটি খুব তাড়াতাড়ি চার্জ করা যাবে, তাহলে সেইসব ওপ্পো স্মার্টফোনগুলি কিনতে পারেন যাতে পাওয়ার চার্জিং ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি ভীষণই কম সময়ে আপনার মোবাইল ফোনটি চার্জ করতে পারবেন। পাওয়ার চার্জিং ফিচার থাকা ওপ্পো স্মার্টফোনগুলি চোখের নিমেষে আপনাকে আবার আপনার ফোন ব্যবহার করতে দেবে। আপনার ওপ্পো মোবাইলে কোন ধরণের ইউএসবি পোর্ট আছে তার উপর নির্ভর করবে আপনাকে কোন চার্গার ব্যবহার করতে হবে। তবে যেহেতু বেশিরভাগ স্মার্টফোনেই মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়, তাই বেশিরভাগ ওপ্পো স্মার্টফোনেও এই ধরণের চার্জারই ব্যবহার করা হবে।
একটি স্মার্টফোন কতটা ভালোভাবে কাজ পারফর্ম করবে সেটা যদিও অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তবে RAM সেদিক থেকে মোটামুটি সবথেকে বড় ফ্যাক্টর। আপনার ফোনে যত বেশি RAM থাকবে, আপনার ফোন তত ভালো পারফর্ম করবে। অন্যভাবে বলতে হলে, আপনার ফোনটি কত তাড়াতাড়ি আপনার আঙ্গুলের ছোঁয়ায় রেসপন্ড করবে সেটি নির্ভর করে আপনার ফোনের RAM’এর উপর। এখনও পর্যন্ত ওপ্পো স্মার্টফোন মডেলগুলিতে আপনি সবথেকে বেশি 3 GB পর্যন্ত RAM পেতে পারেন, যা সমস্ত ধরণের জটিল কাজকর্মের জন্য যথেষ্ট। ওপ্পো স্মার্টফোনগুলির ইউজার-ইন্টারফেস ভীষণ স্মুদ হয়, যার ফলে আপনি একসঙ্গে অনেকগুলি অ্যাপ্লিকেশন চালাতে পারেন।
আলাদা আলাদা ওপ্পো স্মার্টফোনের মডেলগুলিতে আলাদা আলাদা ডিসপ্লে থাকে যাতে সমস্ত ধরণের ইউজারের চাহিদা এবং প্রয়োজন মেটানো যায়। একদম উপরের সারির ওপ্পো স্মার্টফোনগুলিতে, যেমন ওপ্পো N1’এ আছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সহ 5.9 ইঞ্চির একটি Full HD IPS LCD ডিসপ্লে, যা চোখের জন্যেও ভালো আবার ব্যবহার করাও সহজ। এছাড়া ডিসপ্লেটি ঠিক কতটা শার্প সেটি বোঝার জন্য ডিসপ্লেটির PPI (পিক্সেল পার ইঞ্চ) ভ্যালুটি জানাও খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিক ভাবেই, PPI ভ্যালু যত বেশি, ফোনটির ডিসপ্লেও তত বেশি ভাল।
ক্যামেরার দিক থেকে দেখতে গেলে, কোনো স্মার্টফোন কেনার আগে আপনাকে দুটো জিনিস দেখে নিতে হবে: ফোনটির প্রাইমারি অর্থাৎ পিছনের ক্যামেরা, আর সেকেন্ডারি অর্থাৎ সামনের ক্যামেরা। ওপ্পো স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন সবথেকে অসাধারণ কিছু ক্যামেরা যেগুলির সাহায্যে আপনি সহজেই আপনার জীবনের মুহূর্তগুলিকে অসাধারণ সুন্দর কিছু ছবিতে রূপান্তরিত করতে পারবেন। একটি ক্যামেরা কিরকম সেটি বোঝার জন্য যদিও সধারণত সেটির রেসোলিউশন দেখা হয়ে থাকে, তবে অন্যন্য কিছু জিনিস যেমন লেন্স, ফ্ল্যাশ, অ্যাপারচার, ISO, এবং আরো কিছু জিনিসের দিকেও খেয়াল রাখা দরকার। আর আপনি যদি একটি ওপ্পো মোবাইল ফোন কেনেন শুধুমাত্র সেলফি তোলার জন্য, তাহলে আপনার এমন একটি স্মার্টফোন কেনা উচিত যেটির সামনের ক্যামেরার পারফর্মেন্স ভীষণ ভালো।
যেকোনো স্মার্টফোনের অপারেটিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ সেটির উপরে নির্ভর করে স্মার্টফোনটির ইন্টারফেস কিরকম। সমস্ত ওপ্পো স্মার্টফোনেই আপনি পাবেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যা ব্যবহার করা ভীষণই সহজ। ভারতে যে লেটেস্ট ওপ্পো স্মার্টফোনগুলি পাওয়া যায় সেগুলিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো, আর এই সমস্ত ফোনগুলির দাম আপনি প্রত্যেকটি ফোনের নিচে দেখতে পাবেন।
আপনি আপনার ফোন যাতে অনেকদিন ধরে চলে সেটি নিশ্চিত করার জন্য কয়েকটি জিনিস করতে পারেন। সেগুলির মধ্যে সবার প্রথমে বলতে হবে স্ক্রিন গার্ডের কথা, যেটি আপনার ফোনে লাগাতেই হবে কারণ এটি আপনার ওপ্পো স্মার্টফোনের স্ক্রিনে আঁচড়ের দাগ পড়ার থেকে বাঁচাবে। ফলে আপনার ফোনটিকে অনেকদিন ব্যবহারের পরেও একদম নতুনের মত দেখতে লাগবে। তারপরে আপনি কিনতে পারেন একটি টেম্পারড গ্লাস স্ক্রিন প্রোটেক্টর। আপনার ফোন যদি ভুল করে কোনোভাবে পড়েও যায়, তাহলে আগে এই স্ক্রিন প্রোটেক্টরটি ভেঙ্গে যাবে যাতে আপনার আপনার ফোনটি সুরক্ষিত থাকে। এছাড়াও অন্যান্য স্মার্টফোন প্রোটেকশন অ্যাকসেসরি যেমন কেস কভার ইত্যাদি আপনার ফোনটিকে অনেকদিন ঠিক থাকতে সাহায্য করে।
বিভিন্ন ধরণের ওপ্পো স্মার্টফোনে বিভিন্ন ধরণের ডিসপ্লে রয়েছে, যেরকম IPS LCD, AMOLED, OLED, এমনকি Super AMOLED। আর তাই কোন ডিসপ্লেটি সবথেকে ভালো সেটি বলা খুবই কঠিন কারণ প্রত্যেকটি ডিসপ্লেরই ব্যবহার করার কিছু বিশেষ বিশেষ কারণ আছে। তাই, আমরা বলব আপনি এরকম একটি স্মার্টফোন কিনুন যেটির ডিসপ্লে আপনি ঠিক যেভাবে আপনার ফোন ব্যবহার করতে চান তার জন্য একদম নিঁখুত।
অনেক রকম দামের ওপ্পো মোবাইল পাওয়া যায়, যাতে সবার বাজেটের সাথে মানিয়ে নেওয়া যায়। আপনি যদি এমন একটি স্মার্টফোন চান যার দাম 10,000 টাকার মধ্যে, তাহলে আপনি অনেকগুলি ফোনের মধ্যে থেকে আপনার ফোনটি পছন্দ করতে পারবেন, যে ফোনগুলি ভীষণই সুন্দর আর দাম একদমই আপনার সাধ্যের মধ্যে। আর এছাড়াও আপনি 10,000 থেকে 15,000 টাকার মধ্যে বা 15,000 থেকে 20,000 টাকার মধ্যেও অনেকগুলি ফোন পেয়ে যাবেন, যেগুলি আপনার টাকার বিনিময়ে আপনাকে সবথেকে বেশি ভ্যালু দেবে। বিভিন্ন ধরণের প্রাইস রেঞ্জের ওপ্পো স্মার্টফোনগুলির যে দামগুলি এই লিস্টে দেওয়া হয়েছে সেই দামগুলি দিল্লী, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, পুনে, হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের মত সমস্ত বড় বড় শহরগুলির ক্ষেত্রে প্রযোজ্য। এই দামের লিস্টে থাকা প্রতিটি ওপ্পো মোবাইল আপনি সবথেকে কম যে দামে কিনতে পারেন সেটিই দেওয়া আছে।
গত কিছু বছরে অনেক অনেক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি ভারতে পা রেখেছে। এই স্মার্টফোন কোম্পানিগুলি তাদের সেরা মোবাইলগুলিকে ভারতের বাজারে নিয়ে এসেছে ভীষণই কম দামে, যাতে তারা অন্য বড় বড় মোবাইল ফোনের কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতা করতে পারে। ভিভো আর শাওমির মত ব্র্যান্ডগুলি ভারতের স্মার্টফোন ইউজারদের মধ্যে দূর্দান্ত জনপ্রিয়তা লাভ করেছে।
mysmartprice.com’এ থাকা কম্পারিসন ফিচারটির সাহায্যে আপনি বিভিন্ন স্মার্টফোন ও তাদের ফিচারগুলির তুলনা করতে পারেন। www.mysmartprice.com/compare এর সাহায্যে আপনি দুই বা তার থেকেও বেশি স্মার্টফোনের একসাথে তুলনা করে স্মার্টফোনের মডেলগুলির মধ্যে কি কি পার্থক্য আছে তা জানতে পারেন। এই ফিচারটির সাহায্যে আপনি ওপ্পো স্মার্টফোন বা অন্য ব্যান্ডের স্মার্টফোনগুলির দামেরও তুলনা করতে পারেন। মোবাইলের দামগুলি প্রত্যেকদিন অনলাইন এবং অফলাইন সোর্সের মাধ্যমে আপডেট করা হয়। দামগুলি মুম্বাই, দিল্লী, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর পুনের মত সমস্ত বড় বড় শহরগুলির ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য শহর/জায়গাগুলির ক্ষেত্রে আলাদা আলাদা ট্যাক্সের কারণে দামের কিছু হেরফের হতে পারে।