2020’এ স্যামসাং মোবাইলের দামের লিস্ট/তালিকা: (173’টি মডেল ও তাদের ছবির সাথে)
Latest samsung Mobile Models | Price |
---|---|
Samsung Galaxy M53 5G | ₹26499 |
Samsung Galaxy S22 Ultra | ₹97220 |
Samsung Galaxy M33 5G | ₹16768 |
Samsung Galaxy M32 | ₹12399 |
Samsung Galaxy A73 5G | ₹41999 |
Samsung Galaxy S20 FE 5G | ₹33250 |
Samsung Galaxy F23 5G | ₹15249 |
Samsung Galaxy A33 5G | ₹24150 |
Samsung Galaxy M52 5G | ₹22489 |
Samsung Galaxy A53 5G | ₹29780 |
4G আর VoLTE এখন এমন একটি বিশেষত্ব যা সমস্ত আধুনিক ফোনে থাকতেই হবে, আর এটি একদম প্রাথমিক জিনিস যা যেকোনো ক্রেতা একটি নতুন ফোন কেনার আগে দেখতে চান। স্যামসাং 4G আর VoLTE ব্যবহার করে স্যামসাংএর Z2 ফোন থেকে, যার দাম মোটামুটি ৪,৫০০ টাকা। এছাড়াও স্যামসাংএর ফোনে আপনি পেয়ে যাবেন 3G, 2G, WIFI আর Bluetooth’এর মত অন্যান্য সমস্ত সাধারণ সংযোগের পদ্ধতিগুলিও, যেগুলি যেকোনো দামের স্যামসাং মোবাইলকেই দূর্দান্ত বানিয়ে তোলে। এছাড়াও ভবিষ্যতের ডিজিটাল পেমেন্টের কথা মাথায় রেখে, স্যামসাংএর প্রতিটি মিড থেকে হাই এন্ড ফোনগুলিতে রয়েছে NFC (Near Field Communication)’এর সুবিধে, যার সাহায্যে আপনি স্যামসাং পে বা অ্যান্ড্রয়েড পে’র মত নতুন সুবিধাগুলি ব্যবহার করে আপনার বিল জমা দিতে পারবেন। অত্যাধুনিক ইউএসবি টাইপ - সি থাকার ফলে, স্যামসাংএর মোবাইলগুলিতে ডেটা আদানপ্রদান করা, বা ফোন চার্জ দেওয়ার জন্য সময়ও অনেক কম লাগে। এই ইউএসবি টাইপ - সি পোর্ট আপনি পাবেন স্যামসাংএর মিড থেকে হাই এন্ড ফোনগুলিতে।
RAM হল ফোনের হার্ডওয়্যারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, যার আপনার ফোনের তাড়াতড়ি কাজ করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তথ্য সঞ্চয় করার একটি সাময়িক জায়গা হিসেবে RAM ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যতটা CPU তথ্য প্রোসেস করার জন্য। ইদানিং অ্যাপের ব্যবহার ক্রমশ বেড়ে চলার সাথে সাথে, ফোনে অন্ততপক্ষে 1 GB RAM থাকাটা অ্যাপগুলি ঠিকঠাক ভাবে চলার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। স্যামসাং’এর সমস্ত ফোনেই অন্ততপক্ষে 1 GB RAM থাকে, আর কিছু কিছু ফোনে থাকে 4 GB পর্যন্ত RAM, যেরকম Galaxy S8। অতএব, বেড়ে চলা গতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলুন, আর স্যামসাংএর সাথে ফোনের ল্যাগকে বিদায় জানান।
প্রসেসর হল আপনার ফোনের মস্তিষ্ক, আর তাই ফোন কেনার সময় সেটির প্রসেসরের ক্লক স্পিড আপনার প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিনা সেটি দেখে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাজেট যদি খুব বেশি না হয়, আর আপনি যদি ফোনে প্রচন্ড বেশি কাজ না করেন বা প্রচুর অ্যাপ ব্যবহার না করেন, তাহলে আপনার জন্য চারটি কোরের প্রসেসরই যথেষ্ট, আর স্যামসাং’এর স্মার্টফোনগুলি শুরুই হয় চারটি কোরের প্রসেসর থেকে। আর আপনি যদি ফোনে একসাথে অনেককিছু করতে পছন্দ করেন, তাহলে আপনি আটটি কোরের প্রসেসর আছে এরকম ফোন কিনতে পারেন। আপনার প্রয়োজন যাই হোক না কেন, স্যামসাংএর কোনো না কোনো ফোন আপনার সমস্ত চাহিদা মিটিয়ে দেবে। এই ফোনগুলিতে আছে স্যামসাংএর নিজেদের তৈরি করা এক প্রসেসর - Exynos, যা বানানো হয়েছে স্ন্যাপড্র্যাগনের 28 ন্যানোমিটার আর 10 ন্যানোমিটার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার মত করে। core’এর সংখ্যা এবং প্রযুক্তির দিক থেকে দেখলে, Galaxy S8’এ ব্যবহার করা সর্বাধুনিক Exynos 9 প্রসেসরটির তুলনা করা যায় স্ন্যাপড্র্যাগনের 835 চিপসেটের/SoC’এর সাথে।
স্মার্টফোনের আকার দিনে দিনে বড় হয়ে ওঠার সাথে সাথে, স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি তাদের ডিসপ্লের প্রযুক্তির দিকে অনেক বেশি করে নজর দিচ্ছে। স্যামসাংএর নিজেদের OLED এবং LCD বানানোর এক বিশাল বড় কোম্পানি থাকা সত্ত্বেও, স্যামসাংএর স্মার্টফোনগুলিতে বাজারে উপস্থিত সবথেকে আধুনিক যে ডিস্প্লে পাওয়া যায় সেগুলিই ব্যবহার করা হয়। Full HD থেকে শুরু করে QHD Super AMOLED পর্যন্ত, কোনো না কোনো স্যামসাংএর ফোন আপনার বাজেট অনুযায়ী নিখুঁত হবেই। স্যামসাংএর কিছু ফোনে, যেমন Galaxy S8’এ আপনি পাবেন 2.5D HD ডিসপ্লে, যেখানে স্ক্রিনের ধারের দিকটা বেঁকে গিয়ে ফোনের শরীরের সাথে মিশে যায়। এর সাথে ফোনে Super AMOLED ডিসপ্লে ব্যবহার করার ফলে, ফোনগুলি অনেক কম বিদ্যুৎ ব্যবহার করে, আর তাই ফোনের ব্যাটারি অনেক বেশিক্ষণ চলে।
স্যামসাংএর নিজেদের কোম্পানি, স্যামসাং SDI ওদের স্মার্টফোনের ব্যাটারিগুলি তৈরি করে। ব্যাটারিগুলি খুব ভালোভাবে পরীক্ষা করার পর ফোনে প্যাক করা হয়, যাতে কোনো বিপদের সম্ভাবনা না থাকে। স্মার্টফোনের ডিসপ্লের আকার বড় হয়ে ওঠার সাথে সাথে, সেগুলির বিদ্যুতের চাহিদা মেটানর জন্য পাল্লা দিয়ে ব্যাটারির ক্ষমতাও বাড়িয়ে চলতে হচ্ছে। স্যামসাংএর খুব ভালোভাবে অপটিমাইজ করা অপারেটিং সিস্টেমের সাথে এই বেশি ক্ষমতার ব্যাটারি থাকায় স্মার্টফোনের মালিকেরা এখন পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও নিশ্চিন্তে থাকতে পারেন। ব্যাটারিতে কিছু নতুনধরণের উপকরণ ব্যবহার করার ফলে স্যামসাংএর ফোনগুলি সহজে গরমও হয়ে যায় না। আপনি 2,000mAh থেকে শুরু করে 4,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি থাকা একগুচ্ছ স্মার্টফোনের মধ্যে থেকে আপনার পছন্দসই ফোনটি বেছে নিতে পারেন।
আজকালকার দিনে যদি আপনার সাথে একটি আধুনিক স্মার্টফোন থাকে, তাহলে আলাদা করে একটি ক্যামেরার কোনো দরকার পড়ে না। তার কারণ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি তাদের ফোনের ক্যামেরাগুলিকেও আরো ভালো করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যামসাংএর সব ফোনেই আপনি পাবেন একটি অসাধারণ সেলফি ক্যামেরা, আর অটোফোকাস ও LED ফ্ল্যাশ সমেত একটি ভালো মানের রিয়ার ক্যামেরা। স্যামসাংএর হাই এন্ড ফোনগুলিতে, আপনি 4k বা 60 fps’এ ভিডিও রেকর্ড করার মত বিভিন্ন বৈশিষ্ট্য পেয়ে যাবেন।
স্ক্রিন মিরর ব্যবহার করে আপনি আপনার Galaxy ফোনের স্ক্রিনটিকে আপনার স্যামসাং স্মার্ট বা HD টিভির পর্দায় দেখতে পারেন, অলশেয়ার কাস্ট ওয়্যালেস হাব নামের একটি ফিচারের সাহায্যে। এই ফিচারটির সাহায্যে, আপনি কোনো তার ব্যবহার না করেই আপনার ফোনে থাকা ছবি বা ভিডিওগুলিকে আপনার টিভির পর্দায় দেখতে পারেন। অ্যান্ড্রয়েড 5.0 বা তার উপরের যেকোনো অপারেটিং সিস্টেম থাকা সমস্ত আধুনিক স্যামসাং Galaxy ফোনেরই আপনি স্ক্রিন মিরর করতে পারবেন। আপনি স্যামসাংএর নিজস্ব ওয়েবসাইটেএই ফিচারটির সম্বন্ধে আরও বিস্তারিত ভাবে জানতে পারবেন।
পেজ বাডি স্যামসাং ফোনের একটি বিশেষত্ব যা আপনার ব্যবহারের উপর নির্ভর করে কিছু আলাদা আলাদা হোম স্ক্রিন বানায়। এই ফিচারটির সাহায্যে, আপনার ফোনের সাথে কোনো অ্যাকসেসরি কানেক্ট করা হলে একটি পপ-আপ উইন্ডো আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ঠিক কি করতে চাইছেন। এটি আসলে আপনার বিভিন্ন ধরনের কাজের জন্য আপনার ফোনের হোম স্ক্রিনকে আপনার মত করে সাজিয়ে তোলার একটি উপায়।
বিক্সবি অর্থাৎ স্যামসাংএর ভয়েস অ্যাসিস্ট্যান্ট হল এক যুগান্তকারী বৈশিষ্ট্য, যা সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট বা কর্টানার থেকে একদমই আলাদা। বিক্সবি এককথায় অতুলনীয়, কারণ আপনি বিক্সবিকে কথা বলে, বা লিখে, বা ছুঁয়ে যা খুশি জিজ্ঞাসা করতে পারেন আর বিক্সবি সঙ্কিছু বুঝতে পারে।
স্যামসাং পে’র সাহায্যে, আপনি আপনার ফোনের NFC ফিচারটি ব্যবহার করেই যেকোনো পেমেন্ট করতে পারেন, তারজন্য আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড বের করার কোনো দরকারই পড়বে না। এটি আপনাকে তিনটি ধাপের মাধ্যমে চটজলদি, অথচ সুরক্ষিত উপায়ে পেমেন্ট করতে দেয় – শুধু সোয়াইপ করুন, অনুমোদন দিন, আর পেমেন্ট করুন। তার সাথে, ডিজিটাল টোকেনাইজেশন এবং স্যামসাং নক্স আপনার প্রতিটি লেনদেনকে সুরক্ষিত রাখে।
যে কটি স্যামসাং Galaxy ফোনে NFC ফিচারটি আছে, প্রত্যেকটিই স্যামসাং পে সাপোর্ট করে। এখনও পর্যন্ত NFC ফিচারটি পাওয়া যায় স্যামসাংএর Note 5, S7, S7 edge, S6 edge+, A7 (2017), A5 (2017), A7 (2016), A5 (2016), এবং A9 Pro ফোনগুলিতে।
স্যামসাং স্মার্ট ডুয়াল সিম ফিচারটি শুরু করেছে, আর এই ফিচার থাকা ফোনগুলিতে আপনি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি পাবেন – আপনি আপনার যেকোনো একটি সিম কার্ডকে প্রাইমারি সিম কার্ড হিসেবে সিলেক্ট করতে পারেন, আর আপনার দ্বিতীয় সিমটিকে ইন্টারনেট মোডেম হিসেবে ব্যবহার করতে করতে, আপনি প্রথম সিমটির থেকে ফোনও করতে পারেন।এই ফিচারটি সমস্ত স্যামসাং ফোনেই পাওয়া যায়।
আপনি যখন একটি স্যামসাংএর মোবাইল কিনবেন, তখন আপনি আপনার ফোনে একটি ওভার দ্য এয়ার (OTA) আপডেট পাবেন,্নাআর আপনাকে সেটি অ্যাক্সেপ্ট করে ইনস্টল করতে হবে। আপনি যদি সেটি নিজে নিজে চেক করতে চান, তাহলে আপনাকে যেতে হবে সেটিংস > অ্যাবাউট ফোনস > সিস্টেম আপডেট সেকশনে। স্যামসাং তাদের ফোনের সফটওয়্যাজনিত সমস্ত সমস্যা ঠিক করার চেষ্টা করে, আর নিয়মিত সিস্টেম আপগ্রেড করে থাকে।
স্যামসাং তাদের ক্রেতাদের এন্টারটেইনড হওয়ার খুব সুবিধাজনক একটি উপায় নিয়ে এসেছে – আপনি এখন একটি জায়গা থেকেই সমস্ত সার্ভিস কিনতে পারবেন। তার উপরে, আপনি এখানে সবথেকে ভালো কিছু অফার আর ডিলও পেতে পারেন যা আপনাকে আরো খুশি করবে।
স্যামসাংএর সমস্ত আধুনিক ফোনই VoLTE সাপোর্ট করে। নিচের তালিকাটির থেকে আপনি জানতে পারবেন 10,000 টাকার থেকে কম দামের কোন কোন স্যামসাং মোবাইলে VoLTE ফিচারটি পাওয়া যায়। A9 Pro, Samsung Z2, On5 Pro, J3, On7, J2, J2 Ace, On5, J5, J1, Z4 ফোনগুলি ভারতে VoLTE সাপোর্ট করে।
স্যামসাং তাদের নিজেদের বানানো Exynos প্রসেসরটি তাদের অনেকগুলি স্মার্টফোনেই ব্যবহার করছে। Exynos প্রসেসরটিকে স্পিড আর পারফর্মেন্সের দিক থেকে তুলনা করা যায় Qualcomm/কোয়ালকম স্ন্যাপড্র্যাগন প্রসেসরের সাথে, আর এই দুটি প্রসেসরই একই ARM Cortex প্রসেসের উপরে বানানো। Exynos প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই ফোনগুলিতে - Galaxy S8, J7 Prime, On Nxt, On 8, S7 Edge, On 5 Pro, A7 (2017), J7 (2017), A5 (2017), J7 (2016), S7, J7, S8 Plus.
স্যামসাংএর ফিচার ফোনগুলি খুব ভাল ব্যাটারি লাইফ দেওয়ার জন্য পরিচিত। ফিচার ফোনগুলির ব্যাটারি এতটাই ভাল, যে আপনি যদি আপনার ফোনটি সাধারণ ভাবে ব্যবহার করেন, তাহলে দু-তিন দিন আপনার ফোনে চার্জ দিতে হবে না। আপনি যদি বেসিক ইউসার হন যিনি ভাল ব্যাটারি লাইফ পেতে পছন্দ করেন, তাহলে স্যামসাংএর ফিচার ফোনগুলি আপনার জন্য একদম সঠিক।
স্যামসাং বেশ কয়েকটি ফিচার ফোন বাজারে নিয়ে এসেছে যেগুলোতে আছে মিউজিক বাজানোর ও থামানোর জন্য ডেডিকেটেড বোতাম, এক্সপ্যান্ডেবল স্টোরেজ আর শক্তিশালী লাউডস্পিকার। লেটেস্ট মিউজিক ডেডিকেটেড ফিচার ফোনগুলির মধ্যে আছে স্যামসাং Guru Music 2, স্যামসাং Guru FM Plus।