2020’এ ওপ্পো মোবাইলের দামের লিস্ট/তালিকা: (34’টি মডেল ও তাদের ছবির সাথে)
Latest Vivo Mobile Models | Price |
---|---|
Vivo V20 | ₹22978 |
Vivo V20 Pro | ₹27891 |
Vivo Y51 2020 | ₹17690 |
Vivo Y31 2021 | ₹15501 |
Vivo V20 SE | ₹18791 |
Vivo Y20 | ₹12211 |
vivo iQOO 3 | ₹24990 |
vivo V19 | ₹20229 |
Vivo Y51A | ₹16350 |
vivo Z1 Pro | ₹15490 |
এখনকার দিনে প্রতিটি স্মার্টফোন ইউজারের সবথেকে বড় একটি সমস্যা হল ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়া, যেটি আরো ভালোভাবে বোঝা যায় পাওয়ার ব্যাঙ্ক এবং পোর্টেবল চার্জারের বেড়ে চলা চাহিদা দেখলে। হঠাৎ করেই, লোকেরা স্মার্টফোন কেনার আগে সেটির ব্যাটারির mAH ভ্যালু খতিয়ে দেখা শুরু করেছেন। ভারতে যে ভিভো স্মার্টফোনগুলি পাওয়া যায় সেগুলি খুবই দূর্দান্ত ফোন, যাদের স্পেসিফিকেশন এককথায় অসাধারণ, যাতে আপনি ব্যাটারি ফুরিয়ে যাওয়ার চিন্তা না করে নির্ঝঞ্ঝাটে আপনার স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। আপনি যদি এমন একটি স্মার্টফোন খুঁজছেন যেটিতে আপনি গেম খেলবেন বা অন্য কোনো গ্রাফিক-হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, তাহলে আপনাকে এমন একটি ভিভো মোবাইল কিনতে হবে যেটিতে অন্তত 2500 mAH’এর ব্যাটারি আছে। এছাড়াও মাথায় রাখবেন যে আপনার ব্যাটারি কতক্ষণ চলবে সেটি আপনার ডিসপ্লের ব্রাইটনেস বা আপনি আপনার ফোন কিভাবে ব্যবহার করেন এই ধরণের আরো কিছু জিনিসের উপরেও নির্ভর করে। তাই জন্য, কোনো একটি ভিভো ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কিভাবে ফোনটি ব্যবহার করবেন তা মাথায় রাখতে ভুলবেন না। আপনি যদি চান আপনার স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাক যাতে আপনি তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে পড়তে পারেন, তাহলে আপনি এরকম একটি ভিভো স্মার্টফোন মডেল কিনতে পারেন যাতে কুইক চার্জিং ফিচার আছে।
একটি স্মার্টফোনের RAM’এর উপরে নির্ভর করে ফোনটি কত তাড়াতাড়ি কাজ করে। এই কারণেই ভিভোর মোবাইলগুলিতে অনেক RAM থাকে। এই দামের লিস্টটিতে আপনি 4 GB RAM সহ ভিভো স্মার্টফোনগুলিকেও পেয়ে যাভেন, যেগুলো রেস্পসিভনেসের দিক থেকে ভীষণই তাড়াতাড়ি কাজ করে। এইসব হাই-এন্ড ভিভো স্মার্টফোনগুলির শক্তিশালী RAM সাধারণ ল্যাপটপ বা কম্পিউটারকেও টেক্কা দিতে পারে। বেশি পরিমাণে RAM থাকলে আপনি আপনার ফোনে একসাথে অনেক জটিল কাজকর্মও করতে পারবেন। তারসাথে আপনি এক সময়ে অনেকগুলি অ্যাপ্লিকেসনও চালাতে পারবেন, আপনার ফোনের স্পিডে কোনো প্রভাব না ফেলেই। অতএব ভারতে অনলাইনে সবথেকে কম দামে একটি ভিভো স্মার্টফোন কিনুন, আর স্মার্টফোনের ল্যাগকে বিদায় জানান।
বিভিন্ন ধরণের ডিস্পপ্লে, যেমন IPS LCD, OLED, AMOLED, super AMOLED, এবং অন্যান্য ধরণের ডিসপ্লেগুলি আলাদা আলাদা ধরণের কাজে আসে। তাই কোনো এক বিশেষ ধরণের ডিসপ্লে-সহ একটি স্মার্টফোন কেনার আগে আপনাকে আপনি আপনার ফোনে ঠিক কি করতে চান সে ব্যাপারে ভাবতে হবে। এই দামের লিস্টটিতে এমন সমস্ত ভিভো স্মার্টফোনের দামও দেওয়া আছে যেগুলির স্ক্রিন 5 ইঞ্চির থেকেও বড়, যা আপনি যদি ফোনে হাই ডেফিনিশন ভিডিও দেখতে চান বা খুব ভালো গ্রাফিক্সের গেম খেলতে চান তাহলে তার জন্য ভীষণই দরকার।
ভিভো স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন সবথেকে অসাধারণ কিছু ক্যামেরা যেগুলির সাহায্যে আপনি আপনার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলিকে একদম নিখুঁতভাবে ফ্রেমবন্দী করতে পারবেন। 15,000 টাকার থেকে বেশি দামী ভিভো মোবাইলগুলিতে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যাতে আপনি full-HD’তে ভিডিও শ্যুট করতে পারেন। এই ক্যামেরাগুলির সাথে ডুয়াল LED ফ্ল্যাশ’ও থাকে, যার সাহায্যে আপনি কম আলোতেও ছবি তুলতে পারেন। ভিভো V3 Max’এর মত একদম উপরের সারির ভিভো স্মার্টফোনগুলিতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, যার সাহায্যে আপনি দূর্দান্ত সব সেলফিও তুলতে পারবেন।
আধুনিক ভিভো স্মার্টফোনগুলি চলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের উপরে, যার সাথে থাকে একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড মার্শমেলো, যার ফলে আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতা সবথেকে ভালো হয়ে ওঠে। অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমে চলা ভিভো স্মার্টফোনগুলির পারফর্মেন্সে কোনো ল্যাগ হয় না, ফলে আপনি ভীষণ স্মুদভাবে ফোনগুলি ব্যবহার করতে পারেন। 10,000 টাকার থেকেও কম দামের যেসব ভিভো স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েডের জন্য অপ্টিমাইজ করা হয়েছে, সেগুলিকেও এই দামের লিস্টে আপনি দেখতে পাবেন।
আপনি দুধরণের আপডেট পাবেন। ভিভো কিছু সময় পরপরই তাদের ফোন ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য আপডেট বের করে, আর তার সাথে অ্যান্ড্রয়েডও মাঝেমাঝেই তাদের অপারেটিং সিস্টেমের জন্যে আপডেট বের করে। যখনই এরকম নতুন কোনো আপডেট বের হবে, আপনি আপনার স্মার্টফোনে নোটিফিকেশন পাবেন, আর আপনাকে আপডেটটি ডাউনলোড করতে হবে। এই আপডেটগুলির সাইজ খুব একটা বেশি হয় না, তাই আপডেটগুলিকে ডাউনলোদ করার জন্য আপনার মিনিট কুড়ির বেশি সময় লাগবে না। আপনার ভিভো স্মার্টফোনটিকে নিয়মিত আপডেট করলে আপনি সমস্ত আধুনিক সফটওয়্যারের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন।
আপনি বিভিন্ন ধরণের অ্যাকসেসরি ব্যবহার করতে পারেন, যেমন একটি টেমপারড গ্লাস স্ক্রিন প্রোটেক্টর থাকলে আপনার ভিভো মোবাইলটি আপনার হাত থেকে ভুল করে পড়ে গেলেও আপনার ফোনের কোনো ক্ষতি হবে না। যদিও ভিভো তাদের স্মার্টফোনগুলিকে প্রচন্ড কঠিন কিছু টেস্টের মধ্যে নিয়ে যায় যাতে সেগুলি ঠিক কতটা শক্তপোক্ত এবং টেকসই সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়, তা সত্ত্বেও আপনি কেস কভার এবং স্ক্রিন গার্ডের মত কিছু অ্যাকসেসরি ব্যবহার করতে পারেন, যাতে আপনার ভিভো স্মার্টফোন সবথেকে কম ক্ষতিগ্রস্ত হয়।
এই প্রশ্নটির উত্তর সবার জন্য এক হবে না, কারণ আলাদা আলাদা ইউজারের চাহিদা আর প্রয়োজনগুলি আলাদা আলাদা হয়। প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা মেটানোর জন্য IPS LCD, OLED, AMOLED, আর Super AMOLED’এর মত বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে। তাই, আপনি যদি একজন গেমার হন, তাহলে আপনার জন্য সবথেকে ভালো ডিসপ্লে যেটি হবে, সেটি এমন একজনের জন্য ঠিক হবে না যিনি ফোনে হাই ডেফিনিশন ভিডিও দেখতে চান। তাই কোনো ভিভো স্মার্টফোন কেনার আগে সেটির ব্যাপারে ভালো করে জেনে নিয়ে তারপরেই সিদ্ধান্ত নিন।
ভিভো স্মার্টফোনের দামের লিস্টটিতে বিভিন্ন রেঞ্জের ফোনের দাম দেওয়া আছে, যাতে আপনি আপনার বাজেটের দিকে খেয়াল রেখে পছন্দমত একটি ভিভো স্মার্টফোন কিনতে পারেন। 10,000 টাকার থেকে কমদামি ভিভো স্মার্টফোনগুলি একইসাথে ভীষণ শস্তা আর খুবই নির্ভরযোগ্য, যেগুলি এই দামের মধ্যে সবথেকে ভালো ইউজার এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। আপনি যদি এমন একটি মিড-রেঞ্জ স্মার্টফোন খোঁজেন যাতে আপনার চাহিদামত সমস্ত ফিচার থাকবে, তাহলে 10,000 থেকে 15,000 টাকা আর 15,000 থেকে 20,000 টাকার মধ্যে হাকা ভিভো স্মার্টফোনগুলি আপনার জন্য একদম ঠিকঠাক। বিভিন্ন ভিভো স্মার্টফোনগুলির যে দামগুলি এই লিস্টে দেওয়া হয়েছে সেই দামে মুম্বাই, কলকাতা, চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর আর দিল্লীর মত ভারতের সমস্ত বড় বড় শহরে ফোনগুলি আপনি কিনতে পারবেন।
অন্যান্য বেশ কিছু ব্র্যান্ড যেমন ওপ্পো আর শাওমি ভীষণ উন্নতমানের ডিজাইন এবং প্রযুক্তিসহ স্মার্টফোন নিয়ে এসে ভারতের স্মার্টফোনের বাজারে খুব কম সময়ের মধ্যেই নিজেদের জন্য বেশ ভালো জায়গা বানিয়ে নিয়েছে। এই স্মার্টফোন ব্র্যান্ডগুলি ফোনের দাম ও পারফরমেন্সের দিক থেকে অন্যান্য বড় বড় স্মার্টফোন কোম্পানিগুলিকে দূর্দান্ত প্রতিযোগিতার সামনে দাঁড় করেছে।
mysmartprice.com’এ থাকা কম্পারিসন ফিচারটির সাহায্যে আপনি বিভিন্ন স্মার্টফোন ও তাদের ফিচারগুলির তুলনা করতে পারেন। www.mysmartprice.com/compare এর সাহায্যে আপনি দুই বা তার থেকেও বেশি স্মার্টফোনের একসাথে তুলনা করে স্মার্টফোনের মডেলগুলির মধ্যে কি কি পার্থক্য আছে তা জানতে পারেন। এই ফিচারটির সাহায্যে আপনি ভিভো স্মার্টফোন বা অন্য ব্যান্ডের স্মার্টফোনগুলির দামেরও তুলনা করতে পারেন। এই ভিভো মোবাইলের দামের লিস্টটিতে ফোনগুলির স্পেসিফিকেশন ও ছবি দেখে আপনি আপনার জন্য সেরা ভিভো মোবাইলটি পছন্দ করতে পারবেন। এই দামের লিস্টে থাকা প্রতিটি ভিভো মোবাইল আপনি সবথেকে কম যে দামে কিনতে পারেন সেটিই দেওয়া আছে। মোবাইলের দামগুলি প্রত্যেকদিন অনলাইন এবং অফলাইন সোর্সের মাধ্যমে আপডেট করা হয়, সাথে আপনি ভারতে কোথা থেকে ফোনগুলি কিনতে পারবেন তাও দেওয়া আছে। দামগুলি মুম্বাই, দিল্লী, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর পুনের মত ভারতের সমস্ত মেট্রোশহরগুলির ক্ষেত্রে প্রযোজ্য। ট্যাক্সের কারণে দামের কিছু হেরফের হতে পারে।